Skip to main content

Best FTP Server For Gamer In Bangladesh

Best FTP server for Gamer in Bangladesh

বাজেট গেমারদের প্রতিটি পেইড গেইম কিনে খেলা হয়না, আর মোটামুটি ভালো সংখ্যার গেইমের ক্রাক ফাইল অনলাইনে পাওয়া যায়।

আজকের ব্লগটি শুধুমাত্র যারা ব্রডব্যান্ড ব্যবহারকারীদের জন্যে।

মোটামুটি কমবেশি সবাই এফটিপি সার্ভারের সাথে পরিচিত। বাংলাদেশে প্রায় শখানেক এফটিপি সার্ভার রয়েছে, তার মধ্যে থেকে বেশ কিছু নিয়ে কথা বলবো, যেগুলোতে গেইমিং একটি মুখ্য দিক হিসেবে আছে।





১)এফটিপি বিডি Ftp BD





গেইম এবং মিডিয়ার দিকদিয়ে এটি অনেক স্যাচুরেটেড একটি সার্ভার। পিসি এবং কনসোলের অনেক গেইমের ক্রাক এবং ব্যাকাপ ফাইল পেয়ে যাবেন। লেখার সময় এক শহরতলীর আইএসপিঁ থেকেও এই সাইটের এক্সেস পাচ্ছি, আশা করি আপনিও পেয়ে যাবেন। এভেইবেলিটির দিক দিয়ে এগিয়ে থাকলেও স্পিডের দিকে খুব এগিয়ে আছে বললে মিথ্যে বলা হবে।
আর যদি এই সাইটে আপনার এক্সেস থাকে, তবে আশা করি এই ছিমছাম সাইট ছেড়ে অন্য সাইটে পা বাড়াতে হবে।(হাহাহা)

সরাসরি তাদের গেইম এফটিপি সার্ভার পেইজের লিংক http://server3.ftpbd.net/FTP-3/PC%20Games/



২)স্যাম এফটিপি

বলতে গেলে দেশের সবচাইতে দি মোস্ট স্যাচুরেটেড এফটিপি, সাথে খানিক প্রিমিয়াম। সব আইএসপিতে এক্সসেস না পেলেও যারা পাবেন তাদের জন্যে একদম ***সোনায় সোহাগা***



**তাদের এফটিপি সার্ভারের সাথে আরো ১৬টি পার্টনার এফটিপি যুক্ত আছে**

মোরাল অব দ্যা স্টোরি, আপনার এই সাইটে এক্সসেস থাকলে আর টরেন্টকে টাটা বাই করে দিতে পারেন।




আর পুরনো নতুন যেকোন সার্চ খুব সহজেই পেয়ে যাবেন আশা করছি। সো আর্কাইভ ও লেটেস্ট, কোন প্যারা ছাড়া চিল করতে পারবেন।

৩)ম্যাংগো গেমারস
নাম শুনেই বুঝা যাচ্ছে গেইমের জন্যে ডেডিকেটেড একটি এফটিপি সার্ভার। এভেভিলিটির জন্যে পিছিয়ে থাকবে এটি, তবুও এটি গেমারদের জন্যে লাইফ সেভার বলা যেতে পারে।


মোট পাচটি ডাউনলোড সার্ভারে প্রায় ৪ সংখ্যার সমান স্টক আছে। সো, আপনার যদি এক্সসেস থাকে তবে এখনি ঝাপিয়ে পড়ুন।
সার্ভার লিংক


৪)সিটিজি হল
নামেই বুঝতে পারছেন চট্টগ্রামের বিভাগের এফটিপি। যারা চট্টগ্রামে থাকেন তাদের আইএসপিতে মারাত্নক স্পিড পাবেন বলে আশা করছি, গেইমসও মোটামুটি স্যাচুরেটেড।


*** যা দেয়া আছে তা খুব লেটেস্ট না তবে আনকমন আর আর্কাইভে খুব কাজে দিবে।
গেইম সার্ভার লিংক এখানে ক্লিক করুন


৫)ঢাকা মুভি





মূলত এটি মিডিয়া এফটিপি হলে তাদের গেইম কালেকশন দেখে কিঞ্চিত অবাক হয়েছিলাম।
প্লাস পয়েন্ট, মিডিয়া সার্ভারগুলোতে ডাউনস্পিড তুলনামূলক বেশি থাকে এবং বেশি সংখ্যক আই এসপিতে তাদের কানিক্টিভিটি পাওয়া যায়।
লিংক এখানে ক্লিক করুন





বোনাস সাইট***
ন্যাচেরাল বিডি



একটু বেশি ডাইভারস এই সাইটি, এপেক্স লিজেন্ড আপ দেয়া আছে, (হাহাহা)
তবে ব্যবহার করে দেখতে পারেন। তিন সংখ্যার গেইম আছে, খুজে দেখলে আপনার চাহিদার গেইমটি পেয়ে যেতে পারেন, আর মোটামুটি ইউজার ফ্রেন্ডলি।


পোস্টটি ভালো লাগলে আপনার গেমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, আর গেমিং রিলেটেড আরো পোস্টের জন্যে আমাদের সাবস্ক্রাইব করে রাখতে পারেন।



[posted_by: mrroc6000]




















Comments

Popular posts from this blog

Plextone G30 Dual Microphone Gaming Headset Honest REVIEW

Hello, and welcome! For gaming purposes, there's a lot of headsets. today we are going to review a budget gaming headset, Plextone G30.  As Plextone hyped the gaming community with their  G30's dual microphone setup. it's mandatory to analyze their product. First, to rank this  headset w e need to  look over with some category:    Design                                             Built quality Durability                                         Sound quality and impedance Comfiness                                        Microphone quality The driver of the speaker             ...
First-ever tactical FPS Game made in Bangladesh: Zero Hour Release~Price~Links 12August2020 First ever tactical FPS game  Zero Hour  released today by M7 PRODUCTI ON & ATTRITO . Recently esports starts to getting popularity in Bangladesh, & the game development sector is going to shine definitely. Today at 04.00pm at the local time-released in the steam. The game has a story mode and 5v5 tactical game mode. The game is quite inspired from CS:GO . You can buy the form stream now. Stream keys can be purchased via Bkash and the price is only BDT799. The game is only released on PC platform. The developers expect Zero Hour will be available in ios & android soon. ------------------------------------------------------------------------------------------------------------------- WE WISH A GREAT JOURNEY OF ZERO HOUR. blog by streamingbros written by mrroc6000